শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে ইটভাটার  মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে ইটভাটার  মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী বাজার সংলগ্ন একটি ইটভাটার  মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  সূত্র জানায়, রাস্তায়  জনগণের চলাচলের পরিবেশ নষ্ট করে ইটভাটার মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর গাড়ি কাজে লাগিয়ে সুবিধা ভোগ করেন ওই ইটভাটার মালিক। 

বৃষ্টি হলে কাদায় ভরে যায়  রাস্তা এবং সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঘটতে থাকে ছোট বড় দুর্ঘটনা। এতে করে রাস্তায় চলাচলে ভোগান্তির শিকার হন উপজেলার খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়,  মাদ্রাসা, শিক্ষার্থী এবং হাট-বাজারের কেনাকাটা করতে আসা বিভিন্ন  গ্রামের পথচারী সাধারণ মানুষ, যাত্রীবাহী ও মালামাল  বহনকারী গাড়ি,  মোটরসাইকেল, অটো, ভ্যান, প্রাইভেট গাড়ি নিয়ে অনেকেই দুর্ভোগ পোহাতে থাকেন। 

জনদুর্ভোগের কথা জানতে পেরে, গত শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো।   অনুমোদনহীন ইটভাটার মালিক চুন্নু বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা  করে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার খলিশাখালী গ্রামের হাদেক বিশ্বাসের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ  পরিদর্শক  গৌতম ঠাকুরসহ অফিসার ও সঙ্গীয় ফোর্স।

টিএইচ